বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ‘নাটক’ : রিজভী

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ‘নাটক’ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি আসামি ছিনতাই ঘটনা একটি ‘নাটক’।  তিনি বলেন, ‘হাতকড়া ও পায়ে বেড়ি’ পরা জঙ্গি চলে গেল। দেশের মানুষ বেকুব-আহাম্মক? রিজভী গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। রিজভী বলেন, মানবসেবার মাধ্যমেও কিন্তু রাজনীতিবিদ গড়ে ওঠে। যেমনটি আমাদের নেতা তারেক রহমান মানুষের সেবার জন্য সুদূর পঞ্চগড়, ঠাকুরগাঁও ছুটে গেছেন। তিনি মানুষের মাঝে ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করছেন।

হুইলচেয়ার বিতরণ করেছেন। বিএনপির এই নেতা বলেন, জাপানের রাষ্ট্রদূত বলেছেন, নিশিরাতে ভোট হয়। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তিনি দেখা করে প্রতিবাদ জানিয়েছেন। আসলে জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তার সঙ্গে কোনো দেখা হয়নি। মানুষ যখন পতনের দ্বারপ্রান্তে চলে আসে তখন প্রচন্ড আবোল-তাবোল বলতে থাকে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, ড্যাবের ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, অ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব ও দবির উদ্দিন তুষার প্রমুখ।

সর্বশেষ খবর