বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আত্রাই, ইছামতি, বড়াল, মহানন্দা পুনর্ভবা নদী সমীক্ষায় বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদী সমীক্ষার উদ্দেশ্য হচ্ছে আমরা নদী বিষয়ে স্ট্যাডি করতে চাই। নদী যদি বাঁচাতে না পারি তবে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। নৌ পরিবহন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে নদী রক্ষায় যৌথভাবে কাজ করছে। তেমনিভাবে বিভাগীয় পর্যায়ে আমরা কর্মশালা করছি। এটা শুধু ৪৮টি নদী রক্ষাই নয়, নদী রক্ষা নিয়ে আমাদের কী করণীয় এবং কি কি পদক্ষেপ নিতে হবে তা এই কর্মশালায় বেরিয়ে আসবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষকে নদী রক্ষায় এগিয়ে আসতে হবে। মানুষের মধ্যে সচেতনতা আসুক। আমাদের মধ্যে সচেতনতাই ছিল না যে নদীগুলোকে রক্ষা করতে হবে। নদীগুলো দখল দূষণের হাত থেকে রক্ষা করার জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল।

সর্বশেষ খবর