বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি খেলাফতের

নিজস্ব প্রতিবেদক

পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ গতকাল এক বিবৃতিতে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে চরম দুর্ভোগ চলছে। আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় নেই। এ অবস্থায় বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানো হয়েছে। এতে জিনিসপত্রের দাম আরও বাড়বে। স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানোর ফলে উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর