বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এসডিজি বাস্তবায়নে যুক্ত করতে হবে নগর দরিদ্রদের

জাতীয় সংলাপে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বাস্তবায়ন পরিকল্পনায় নগর দরিদ্ররা বাদ পড়লে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন সফল হবে না। তাই নগর দারিদ্র্য নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গতকাল রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নগর অতিদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বৈষম্য নিরসনে করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। কোয়ালিশন ফর দ্য আরবার পুওর (কাপ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করবে না সরকার। পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম চালাতে হবে। তবে সেটাও হবে নিয়মতান্ত্রিক উপায়ে। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আরমা দত্ত, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের প্রতিনিধি গ্রিটা ফিটজেরাল্ড, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, শ্রমিক নেতা আবুল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শাহিন আক্তার সাথী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর