শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কানাডিয়ান ইউনিভার্সিটিতে কনভেয় কনফিডেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে গতকাল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, মানোন্নয়ন ও উৎসাহ প্রদানে কনভেয় কনফিডেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোটিভেশনাল বক্তব্য দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, কোষাধ্যক্ষ ও স্কুল অব আর্টসের ডিন এ এস এম সিরাজুল হক, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. আনিস পারভেজসহ অন্যরা। জান্নাতুল ফেরদৌস ঐশী তার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন। বক্তব্যে ঐশী বলেন, কনফিডেন্স ছাড়া কিছুই করা যায় না। এটি না থাকলে আজ এ অবস্থানে এসে দাঁড়াতে পারতাম না। আমাকে আত্মবিশ্বাসী হওয়ার স্বপ্ন দেখিয়েছেন বাবা-মা। তারা দেখিয়েছেন যে, আমি আমার স্বপ্নের চেয়েও বড়। তিনি বলেন, কনফিডেন্ট হওয়ার জন্য চারপাশের পরিবেশও বড় ভূমিকা রাখে। আমাদের দায়িত্ব আমরা যেন কারও কনফিডেন্স ভেঙে না দেই। শিক্ষার্থীদের উদ্দেশে ঐশী বলেন, সবার সব কথা গায়ে লাগাবেন না।

 যত কম গায়ে লাগাবেন, তত বেশি নিজেকে হালকা মনে হবে, তত বেশি উড়তে পারবেন।

অনুষ্ঠানের শুরুতে ঐশীর জীবন ও কর্ম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর