নগরীর বন্দরটিলা এলাকা থেকে ১৫ নভেম্বর নিখোঁজ হন সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়াত। নিখোঁজের ১০ দিন পর আয়াতের ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। আয়াতকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় আবির মিয়া নামে তার এক কথিত চাচ্চুকে। জিজ্ঞাসাবাদে পুলিশকে আবির জানায়, মুক্তিপণ আদায় করতেই অপহরণ করে আয়াতকে। কিন্তু কান্নাকাটি করায় তাকে হত্যা করা হয়। শুধু আয়াত নয়, চট্টগ্রামে একের পর এক খুন হচ্ছে…