সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন ১০৪ মুসল্লি

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন ১০৪ মুসল্লি

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে পবিত্র ওমরাহ পালনে রওনা হওয়ার আগে গতকাল বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে সাক্ষাৎ করেন মুসল্লিরা -বাংলাদেশ প্রতিদিন

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ১০৪ জন মুসল্লি। সামর্থ্যহীন এই মুসল্লিদের ওমরাহ পালনের উদ্যোগ নিয়েছেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুসের প্রেসিডেন্ট। গতকাল এই কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ওমরাহ হজের প্রথম কাফেলা রওনা হয় সৌদি আরবের উদ্দেশে। এর আগে দুপুরে প্রথম কাফেলার ২৬ জন সদস্যকে নিয়ে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী। এরপর মুসল্লিরা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় মুসল্লি কমিটির নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং তাঁর পরিবারের জন্য দেশ এবং জাতির কাছে দোয়া চাই। তাঁরা যেন আরও বেশি এ ধরনের কার্যক্রম করতে পারেন। মুসল্লি কমিটির সিনিয়র সহসভাপতি গুলজার আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অর্থায়নে ১০৪ জন মুসল্লি ওমরাহ হজ পালন করবেন। গত রমজানের সময় তিনি বায়তুল মোকাররমে এ ঘোষণা দিয়েছিলেন। দোয়া অনুষ্ঠানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সহসভাপতি এনামুল হক খান দোলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন গাজী, দফতর সম্পাদক আজাদ আহমেদসহ মুসল্লি কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর