সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাকা ওয়াসা এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গতকাল রিটটি করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ থেকে অনুমতি নিয়ে রিট করা হয়েছে। রিটটির আজ শুনানি হতে পারে। রিটকারী এই আইনজীবী বলেন, রিটে তার নিয়োগ চ্যালেঞ্জ করা হয়েছে। তার নিয়োগ অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়েছি। রিটে দুদকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।’ তিনি বলেন, ‘ওয়াসার এমডি ১৩ বছর ধরে পদে আছেন। ২০০৯ সাল থেকে তিনি একই পদে আছেন। তার সময়ে পানির দাম ৬ টাকা থেকে এখন ১৫ টাকা ইউনিটপ্রতি হয়েছে। হাজার হাজার কোটি টাকার অভিযোগ বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। এরপরও তিনি বহাল তবিয়তে আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর