সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আসছে হোমিওপ্যাথি চিকিৎসা আইন

নিজস্ব প্রতিবেদক

হোমিওপ্যাথি চিকিৎসার মানোন্নয়নে আসছে হোমিওপ্যাথি চিকিৎসা আইন-২০২১। আইনটি পাসের জন্য খুব দ্রত সংসদে আলোচনার জন্য উঠবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আইনের খসড়া মন্ত্রিসভায় আলোচনা শেষে আইনমন্ত্রণালয়ে ভেটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গতকাল অষ্টম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সাইয়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ) এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি এম এ কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা সচিব সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। তিনি বলেন, ‘হোমিওপ্যাথি চিকিৎসার মানোন্নয়নে আমাদের তিনটি দাবি রয়েছে। দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা আইন পাস করতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রিসার্চ সেন্টার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

এ ছাড়া হোমিওপ্যাথি খাতে বাজেট বাড়াতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘হোমিওপ্যাথি চিকিৎসা ও চিকিৎসকদের উন্নয়নে অতিদ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা আইন-২০২১ পাস হবে। হোমিওপ্যাথি চিকিৎসার উপকারিতা আরও বেশি মানুষের মাঝে প্রচার করতে হবে। এ খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। করোনা মহামারি মোকাবিলায় হোমিওপ্যাথি চিকিৎসকরা জীবন বাজি রেখে সেবা দিয়েছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর