সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বর্তমানে আমদানি পণ্যের স্টক যথেষ্ট : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তারা দু-চার দিনের মধ্যে এলসি ওপেন করবে। বর্তমানে আমদানি পণ্যের যে স্টক রয়েছে তা যথেষ্ট। গতকাল বিকালে রংপুরে দুই দিনের সফরে এসে সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের ব্যাপারে চিন্তা করার কিছু নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি। ডলারের বিপরীতে দেশে টাকার দাম কমেছে। এ অবস্থাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অস্বচ্ছল ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রেখেছি।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এ দলে ছোটখাটো সমস্যা থাকে, অতৃপ্ততা থাকে, না পাওয়ার দুঃখ থাকে। কিন্তু দিন শেষে তারা আবার ঐক্যবদ্ধ হয়েই কাজ করে। এ সময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর