শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
একাদশে ভর্তিযুদ্ধ

দৃষ্টি সরকারি ৮ কলেজের ৯৭০০ আসনের দিকে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবারের এসএসসি পরীক্ষায় মোট পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন শিক্ষার্থী। চট্টগ্রাম নগরে সরকারি আটটি কলেজে মোট আসন সংখ্যা ৯ হাজার ৭০০টি। কিন্তু উত্তীর্ণ শিক্ষার্থীদের সবার স্বপ্ন এখন সরকারি আট কলেজের এই আসনগুলোর দিকে। সবার দৃষ্টি সরকারি প্রতিষ্ঠান। তবে এর বাইরে বেসরকারি কলেজেও ৪১ হাজার ৭৭৪টি আসন খালি আছে। জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গতকাল থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছরও কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। পুরো কাজটি সম্পন্ন হবে অনলাইনে। সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করবেন শিক্ষার্থীরা।

একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থী সায়মা খানম মিতি বলেন, সরকারি কলেজে আবেদন করেছি। যে কোনো একটিতে ভর্তি হতে পারাটাই এখন স্বপ্ন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, নগরে সরকারি বেসরকারি কলেজগুলোতে মোট আসনের মধ্যে বিজ্ঞান বিভাগে আছে ১৬ হাজার ৭৫৯টি, ব্যবসায় শিক্ষায় আছে ১৯ হাজার ৬৬৫টি এবং মানবিকে খালি আছে ১৫ হাজার ৫০টি। পৃথকভাবে সরকারি আট কলেজের বিজ্ঞান বিভাগে আছে ৩ হাজার ৪০০টি আসন, যা গত বছরের চেয়ে ১১৫টি বেশি। মানবিক বিভাগে আসন খালি আছে ২ হাজার ৬৫০টি আসন, যা গত বছরের চেয়ে ১৯৫টি বেশি। ব্যবসায় শিক্ষা বিভাগে আছে ৩ হাজার ৬৫০টি আসন, যা গত বছরের চেয়ে ৯০টি বেশি।

সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম কলেজে মোট আসন খালি আছে ১ হাজার ৪০টি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে আছে ১ হাজার ৭৩৫টি, সরকারি সিটি কলেজে আছে ২ হাজার ১৮০টি, সরকারি কমার্স কলেজে আছে ৯০০টি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে আছে ১ হাজার ৪০০টি, বাকলিয়া সরকারি কলেজে আছে ১ হাজার ৪২৫টি, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আছে ৮৪০টি এবং কলেজিয়েট স্কুলে আছে ১৮০টি।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, ভর্তির যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের পর ভর্তির যোগ্যতা ও মেধার ভিত্তিতে যাচাই-বাছাই করে শিক্ষার্থীরা এসব সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর