আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। প্রতি বছরই শুরু হয়। কিন্তু চলে না এক মাসের বেশি। আখ সংকটের কারণে বন্ধ থাকে বছরের বাকি সময়। সরকার গত ১০ বছরে পাঁচ দফায় আখের দাম বাড়িয়েছে প্রতি মণে ৮০ টাকা। তার পরেও আখ চাষ বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে বছরের একটি সময় রুটিন অনুযায়ী খুলছে চিনিকল। এতে লাভের চেয়ে লোকসানের পাল্লা ভারী হচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি, বিগত মৌসুমের চেয়ে এই মৌসুমে আখ চাষ কিছুটা…