বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

যোগাযোগমাধ্যমেও প্রচারণা তুঙ্গে

প্রার্থীরা করছেন দান-খয়রাত, সুযোগ নিচ্ছে প্রতারক চক্রও

নিজস্ব প্রতিবেদক, রংপুর

যোগাযোগমাধ্যমেও প্রচারণা তুঙ্গে

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আর ১১ দিন পরই। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নির্বাচনের প্রচারণা তুঙ্গে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থী ফেসবুকে আলাদা পেজ খুলে প্রচারণা চালাচ্ছে। এদিকে প্রার্থীরা নানা কৌশলে দানখয়রাত করছেন। মৌসুমি সাহায্য প্রার্থীর সংখ্যাও বেড়ে গেছে। ‘ডালিয়ার নির্বাচনী সেল’ নামে আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ফেসবুকে পেজ খুলেছেন। আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন খুলেছেন ‘মিলনের নির্বাচনী মিডিয়া সেল’ নামে। জাসদের শফিয়ার রহমান ফেসবুক পেজ খুলেছেন ‘রংপুর জাসদ পরিবার’ নামে। জাতীয় পার্টির একাধিক নেতা ফেসবুকে লাঙলে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। সাংবাদিকরাও ‘সিটি ইলেকশন আপডেট’ নামে একটি পেজ খুলেছেন। এদিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে হাজারো বন্দি রয়েছেন। এর মধ্যে ২ শতাধিক হাজতি রয়েছেন যাদের বাড়ি সিটি করপোরেশন আওতাধীন এলাকায়। সরকারি বিধিবিধান ও নির্বাচন কমিশনের এসব হাজতির ভোটাধিকারের বিষয়ে কোনো দিকনির্দেশনা না থাকায় তারা ভোট দিতে পারবেন না। কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বলেন, জেল থেকে ভোট দেওয়ার কোনো বিধান নেই। প্রার্থীদের টাকায় বিয়ে থেকে শুরু করে নানা সামাজিক অনুষ্ঠানও হতে দেখা যাচ্ছে। অনেক হতদরিদ্র ব্যক্তি মেয়ের বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানের জন্য প্রার্থীদের দ্বারস্থ হচ্ছেন। প্রার্থীরাও আগত ব্যক্তিদের সহযোগিতা করছেন। এ সুযোগে অনেকে প্রতারণার আশ্রয়ও নিচ্ছে। তারা ঘটনা সাজিয়ে প্রার্থীদের টাকা হাতিয়ে নিচ্ছে। বিরক্ত হয়ে অনেক প্রার্থী মোবাইলের সিমও পরিবর্তন করে ফেলেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর