শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বগুড়া ও চাঁপাইয়ে উপনির্বাচন প্রার্থী হতে দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে বগুড়া-৬ ও বগুড়া-৪ এবং চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন শূন্য হয়েছে। বগুড়ার দুই আসনে উপনির্বাচনে প্রার্থী হতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদসহ অন্যান্য দলের নেতা-কর্মীরা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের দুই আসনে সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা শুরু করে দিয়েছেন। বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী হতে পারেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, কোষাধ্যক্ষ মাছুদুর রহমান মিলন, জাতীয় পার্টির জেলা কমিটির সদস্যসচিব নূরুল ইসলাম ওমর, জাসদের কেন্দ্রীয় নেতা এ বি এম জাকিরুল হক টিটন, বগুড়া জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আজিজ আহমেদ রুবেল। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হতে চান নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ আহসানুল হক, জাসদ জেলা সভাপতি রেজাউল করিম তানসেন, জাতীয় যুব সংহতি বগুড়া জেলা সভাপতি শাহীন মোস্তফা কামাল ফারুক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তৌহিদুল করিম কল্লোল, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী।

এ ছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে- আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কাজী এম এ কাশেম, বিএনএফের জীবন রহমান।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ায় আসন দুটিতে উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন চাইতে পারেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এরফান আলী।

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়ার্দ্দার, নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, সাবেক ভোলাহাট উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান এবং মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর