শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ভোটের সংখ্যাতত্ত্বের হিসাব মেয়র প্রার্থীদের

রসিক নির্বাচন : বিএনপি-জামায়াতের ভোটারদের মান ভাঙানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আর মাত্র ছয় দিন পরই রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এখন মেয়র প্রার্থীদের মাঝে চলছে সংখ্যাতত্ত্বের হিসাব। নির্বাচন বর্জন করায় বিএনপি-জামায়াতের ভোটাররা ওই দিন কী করবেন তা নিয়েও চলেছে বিশ্লেষণ। বিএনপি-জামায়াতের একাধিক নেতা বলেছেন নির্বাচন বর্জন করেছি। ভোট দানেও বিরত থাকবেন নেতা-কর্মীরা। বিএনপি নেতাদের ভাষ্য, রংপুর সিটিতে জামায়াত ও বিএনপির সমর্থক ভোটার রয়েছে ৭০ হাজারের বেশি। তবে এসব ভোটারের মান ভাঙাতে প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ হিসাব করছে, দলীয় ভোট ছাড়াও হিন্দু ও অবাঙালি ভোটারদের ভোট যদি নৌকার ঝুলিতে নেওয়া যায় তা হলে জয় হাতের মুঠায়। এখানে হিন্দু ও অবাঙালি ভোট রয়েছে ৬০ হাজারের বেশি। জাতীয় পার্টি হিসাব করছে, সিটি করপোরেশনের বর্ধিত এলাকার ভোটারদের পক্ষে নিতে পারলে জয় সুনিশ্চিত। সেই সঙ্গে এটা লাঙলের ঘাঁটি, এই তৃপ্তিও রয়েছে জাপার মাঝে। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলনের সমর্থকরা দলের মনোনয়নবঞ্চিত এবং বিএনপি-জামায়াতের ভোট পক্ষে নিতে পারলে জয়ী হওয়ার আশা করছেন। আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেছেন, মার্কা প্রীতির কারণে হিন্দু ভোটাররা নৌকাই বেছে নিবেন। তারা বলছেন, ১৯৯০ সালের পর থেকে রংপুর সদর একচেটিয়া শাসন করছে লাঙল প্রতীক। এবার তার অবসান ঘটবে। গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পক্ষে কাজ করেছিলেন অবাঙালি নেতারা। সেই সমীকরণও নেতারা মাথায় রেখে কাজ করছেন। জাতীয় পার্টি মনে করছে এটা তাদের ঘাঁটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর