বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চমেক হাসপাতালে থামছে না দালালদের দাপট

দুই মাসে ১০ দালাল গ্রেফতার

ইমরান এমি, চট্টগ্রাম

থামছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দালালদের দৌরাত্ম্য। মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের জিম্মি করে ওষুধ কিনতে বাধ্য করা, দালালদের নির্দিষ্ট ল্যাবে শারীরিক পরীক্ষা করা এমন অভিযোগ দীর্ঘদিনের। রোগীদের টানা অভিযোগের ভিত্তিতে দালালবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। সর্বশেষ গত মঙ্গলবার অভিযানে তিন দালালকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সোহেল রানা (২৪), ইমতিয়াজ আহমেদ (২১), মো. ইমন (২৪)। এর আগে কয়েকটি অভিযানে বেশ কয়েকজন দালালকে গ্রেফতার করা হয়। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘চমেক হাসপাতালে দালালদের বিরুদ্ধে টানা অভিযান চালানো হচ্ছে। গত দুই মাসে কমপক্ষে সাতটি অভিযানে দালাল চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। এ ছাড়া সক্রিয় দালাল চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’ জানা যায়, চমেক হাসপাতাল দালাল চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। হাসপাতালে আসা রোগী ও স্বজনদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ নানা অপরাধ কার্যক্রমে জড়িত। দালালদের পছন্দের ল্যাব কিংবা ফার্মেসি থেকে ওষুধ না কিনলে রোগীদের ওপর হামলা নিত্য ঘটনা। এ নিয়ে প্রায় অভিযোগ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা। রোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, বেশ কিছুদিন নীরব থাকলেও দালাল চক্র আবার সক্রিয় হতে শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর