বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

টানা দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

টানা দরপতন শেয়ারবাজারে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দরপতনে লেনদেন হয়েছে দেশের দুই শেয়ারবাজারেই। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের পতন হয়েছে। এদিকে ফ্লোর প্রাইসে আটকে থাকা প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতা নেই। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৪ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির। আর ২৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৬ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫৫ লাখ টাকা। টাকার অঙ্কে বাজারটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর