রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন -আইএসপিআর

কক্সবাজারের শ্যামলাপুর এবং নোয়াখালীর স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা ও কক্সবাজারে সমুদ্রতীর প্রতিরক্ষাব্যবস্থা পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আইএসপিআর জানায়, পরে সেনাপ্রধান ১০ পদাতিক ডিভিশন ও ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কক্সবাজারের শ্যামলাপুর এবং স্বর্ণদ্বীপে ১ হাজার ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সেনাবাহিনী প্রধান বলেন, প্রশিক্ষণকালে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সেনাপ্রধান সৈনিকদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। এ সময় বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরির এমডি মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফখরুল আহসান, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ইফতেখার আনিস, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর