বিশ্বে যুদ্ধকালীন পরিস্থিতিতে হিমায়িত চিংড়ির রপ্তানি কমলেও মাছের বাইপ্রোডাক্ট (উপজাত) খাতে রপ্তানি তুলনামূলক বেড়েছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে পাঙাশের পোনা রপ্তানিতে সম্ভাবনা বেড়েছে কয়েকগুণ। গত বছর পরীক্ষামূলক ১ লাখ পোনা ভারতে পাঠানো হলেও এবার সেখান থেকে ১১০ কোটি পোনার চাহিদা পাওয়া গেছে। এ ছাড়া সফট সেলের (নরম খোলস) কাঁকড়া, জীবন্ত কাঁকড়া, চিংড়ির খোসা ও মাছের আঁশ রপ্তানি কয়েকগুণ…