বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বদলে যাচ্ছে রংপুরের আবহাওয়া

১০ ডিগ্রির নিচে ছিল মাত্র সাত দিন!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বদলে যাচ্ছে রংপুরের আবহাওয়া

রংপুরে জানুয়ারি মাসে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রতি বছর জানুয়ারি মাসে রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। জানুয়ারি মাসে মাত্র সাত দিন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বাকি দিনগুলো তাপমাত্রা ১০ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। জলবায়ুর পরিবর্তনে এবারের শীতে পরিবর্তনশীল আবহাওয়া দেখা গেছে রংপুরে। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছর জানুয়ারি মাস এলে হাড় কাঁপুনি শীতে রংপুরের মানুষ কাহিল হয়ে পড়ত। এবার রংপুরের আশপাশের জেলাগুলোতে জানুয়ারি মাসের পুরোটাই তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও রংপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে জানুয়ারিতে রংপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল। ওই বছর জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের কারণে রংপুর অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। আবহাওয়া অফিসের তথ্য মতে, এবার জানুয়ারিতে অন্যান্য বছরের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি ছিল। এমনটা হওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে জলবায়ু পরিবর্তন, হিমালয় বেল্টেও তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়াসহ অন্যান্য কারণে এবার তাপমাত্রায় কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা গেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর