বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
প্রকৌশলীকে মারধর

চসিক ভবন তিন দিন ধরে থমথমে, কমে গেছে আনাগোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী কার্যালয়টি নগরের টাইগার পাস এলাকায়। ছয় তলা ভবনের প্রতিটি অফিস সময়ে সরগরম থাকে। কিন্তু একজন প্রকৌশলীকে মারধরের ঘটনায় তিন দিন ধরে চলছে থমথমে অবস্থা। গতকালও নগর ভবন জুড়ে চলেছে অলিখিত নীরবতা। এদিকে ঘটনার দিন অভিযুক্ত চারজন ঠিকাদারকে গ্রেফতার করা হলেও তিন দিনেও আর কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার প্রতিবাদে গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র প্রতিবাদী মানববন্ধন করেছে। জানা গেছে, চসিকের ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক ২ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. গোলাম ইয়াজদানির ওপর ২৯ জানুয়ারি নিজ কার্যালয়ে হামলা করা হয়। চসিকের অস্থায়ী কার্যালয়ের চার তলায় প্রকল্প পরিচালকের ৪১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা প্রকৌশলীকে মারধর করে টেবিলের কাচ ও দরজার বাইরের নামফলক ভেঙে ফেলেন। কার্যত এ ঘটনার পর থেকেই নগর ভবন জুড়ে থমথমে অবস্থা। অফিস চললেও নেই কোলাহল। নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেন, ওই ঘটনার পর থেকেই ঠিকাদারসহ বিভিন্ন বিভাগের সেবাপ্রত্যাশীর আনাগোনাও কমে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর