বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে কোরিয়া সপ্তাহ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

কোরিয়া-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন, কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এবং কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা) যৌথ আয়োজনে ‘কোরিয়া সপ্তাহ ২০২৩’ ঘোষণা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ও কুর্মিটোলা গলফ ক্লাবে কোরিয়া সপ্তাহের আয়োজন করা হবে। গতকাল কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে কোরিয়ান কমিউনিটি কমিটির চেয়ারম্যান মি. ইয়ং ওহ ইউ এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে রাষ্ট্রদূত লি জাং-কুন, কোরিয়ান কমিউনিটির ভাইস চেয়ারম্যান মিলিয়ন পার্ক, কেবিসিসিআই উপদেষ্টা শিহাব উদ্দীন খান, এলজি ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ইয়ংগিল কো, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, উরি ব্যাংকের আঞ্চলিক প্রধান নিয়াজ উদ্দীন খান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘স্টে স্ট্রং মার্চ টুগেদার’ স্লোগানে সাত দিনব্যাপী আয়োজনে থাকছে- শোকেস কোরিয়া, কোরিয়া কাপ গলফ টুর্নামেন্ট, কে-পপ কনসার্ট, তায়কোয়ান্দো পারফরম্যান্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দক্ষিণ কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের মতে, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০২২ সালে আনুমানিক ৩.০৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে ৩৮.৭১ শতাংশ বেড়েছে।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী (এফডিআই) দেশগুলোর মধ্যে পঞ্চম কোরিয়া। এখন পর্যন্ত বাংলাদেশে দেশটির বিনিয়োগের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার। তৈরি পোশাক থেকে শুরু করে বিভিন্ন খাতে প্রায় ২০০টি কোরীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। অবকাঠামো, জ্বালানি এবং ইলেকট্রনিক্সের মতো ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত করে সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগকে বহুমুখী করেছে কোরিয়া। ফলে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে অবদান রাখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর