শিরোনাম
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে : আমু

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে : আমু

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। ইতোমধ্যে ৮টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। পর্যায়ক্রমে প্রতিবন্ধীদের জন্য জেলা ও উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। যদি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে প্রশিক্ষণ কেন্দ্রগুলো নির্মাণ হয়ে যেত। গতকাল দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আমু বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের নিয়ে নানা প্রকল্প হাতে নিয়েছেন। প্রতিবন্ধীরা যাতে পিছিয়ে না পড়ে সে জন্য আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোটা চালু করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এত সভাপতিত্ব করেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহম্মেদ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর