মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

রংপুরে চার দিন পর চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও রংপুর

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে লবণচরা থানার ডেসটিনির পরিত্যক্ত মাঠ থেকে রাফি ইসলাম নামে ওই চালকের লাশ উদ্ধার করা হয়। তিনি সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে। রাফি ইসলাম খুলনার দৌলতপুরে ভাড়া থাকতেন। লবণচরা থানার ওসি এনামুল হক বলেন, স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে ডেসটিনির পরিত্যক্ত মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি আরও বলেন, মৃত রাফি পেশায় একজন ইজিবাইকচালক। রবিবার বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। রাফি যে ইজিবাইক চালাত সেটিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। তার শরীরে ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। উপপুলিশ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়। এর পর নাক ও মুখে রড দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এদিকে, রংপুরে নিখোঁজের চার দিন পরে অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে নগরীর সুলতান মোড় এলাকায় কামরুল হাসান (৩৫) নামে ওই চালকের লাশ উদ্ধার করা হয়। কামরুল হাসান নগরীর উপশহর লাকিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার সন্ধ্যায় একটি বিয়ের দাওয়াতের কথা বলে কামরুল হাসানের অটো ভাড়া নেন কয়েকজন। এর পর থেকে কামরুল হাসান নিখোঁজ ছিলেন। পর দিন তার সন্ধান চেয়ে কোতোয়ালি থানায় জিডি করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, অটো ছিনতাই করতে তাকে ধারালো কিছু দিয়ে আঘাতের মাধ্যমে হত্যা করা  হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর