মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শক্তিশালী বিরোধী দল ও সংবাদমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য : টুকু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, শক্তিশালী বিরোধী দল ও সংবাদমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য। বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস এবং জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি দলীয়করণের ব্যবস্থা পাকাপোক্ত করা অব্যাহত রেখেছে। সভা-সমাবেশে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। সবশেষ সাংবাদিক সামসুজ্জামানকে গ্রেফতার তারই দৃষ্টান্ত। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান। গতকাল নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগ আয়োজিত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল করিম পল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা বিভাগীয় সহসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ। টুকু বলেন, নিত্যপণ্যের মূল্য ক্রয়সীমার বাইরে চলে গেছে। অর্ধাহারে-অনাহারে জীবিকা নির্বাহ করছে অনেকে। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। জনগণের জীবন নরকে   পরিণত হয়েছে। সবাই রাস্তায় নেমে আসতে শুরু করেছে। তাই সময়ক্ষেপণ না করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর