মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চসিকে প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী ভূঁইয়ার বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের কাজ না করে বিল করার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চসিকের সচিব খালেদ মাহমুদ এ কমিটি গঠন করেন। চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীকে আহ্বায়ক এবং সহকারী প্রকৌশলী মুহাম্মদ শাফকাত বিন আমিন ও হিসাব সহকারী মোহাম্মদ আলাউদ্দিনকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। অভিযোগে বলা হয়, প্রকৌশলী রেজাউল বারী ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কবরস্থানে আলোকায়ন কাজ না করে কাজের বিল প্রদান এবং বান্ডিল সেবক কলোনি নতুন বিল্ডিংয়ে বৈদ্যুতিক ওয়্যারিংয়ে বিভিন্ন সাইজের ক্যাবল স্থাপন না করে কাজের বিল প্রদান করেছেন। চসিক সচিব খালেদ মাহমুদ বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে নির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়। আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।  প্রকৌশলী রেজাউল বারী ভুঁইয়া বলেন, যখন কাজ হয়েছে তখন আমি সেখানে কর্মরত ছিলাম না। দায়িত্ব নেওয়ার পর যখন বিল উপস্থাপন করা হয় তখন ৩০ শতাংশ কাজ বাকি ছিল। সে কাজ আদায়ের পরই বিল দেওয়া হয়। তাছাড়া, বিলের নথিতে অন্য কর্মকর্তাদেরও অনুমোদনের স্বাক্ষর আছে। অভিযোগটি উদ্দেশ্যমূলকও হতে পারে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর