মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রাজধানীতে গতকাল সকাল ১০টায় বাহিনীর খিলগাঁও সদর দফতরে ঢাকায় গাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, ভিটিসি, জেলা ও উপজেলা/থানা/ ইউনিয়নসহ প্রতিটি ইউনিটের নিজস্ব জায়গা/ক্লাব-সমিতির প্রাঙ্গণ/বিভিন্ন রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য রয়েছে।

দেশের প্রত্যেক গ্রামে ছড়িয়ে থাকা বাহিনীর প্রতিটি সদস্যকে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের ও অন্যকে উদ্বুদ্ধ করতে আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর