চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগানো যেন নিত্তনৈমিত্তিক ঘটনা। বনিবনা না হলেই তালা লাগিয়ে দেওয়া হয়, অচল করে দেওয়া হয় পুরো ক্যাম্পাস। বিশেষ করে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের রেশ ধরে এক গ্রুপের ওপর চড়াও হয়ে আরেক গ্রুপ তালা লাগিয়ে অচল করে দেয় ক্যাম্পাস। গণতান্ত্রিক আন্দোলনের নামে প্রধান ফটকে তালা লাগানোর পেছনে দলীয় ও রাজনৈতিক স্বার্থই যেন মুখ্য।…