এক সময়ের পিচঢালা সড়ক এখন পরিণত হয়েছে গ্রামীণ কাঁচা রাস্তায়। অল্প বৃষ্টি হলে খানাখন্দে পানি জমে ওইসব সড়ক দিয়ে যান চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে। সিলেট নগরীতে এমন বেহাল সড়কের পরিমাণ ২০১ কিলোমিটার। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া এ সড়ক মেরামত করতে পারেনি সিটি করপোরেশন। সড়ক মেরামতের জন্য ৫৮৮ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হলেও ‘কানাকড়িও’ বরাদ্দ মেলেনি।…