বরিশাল নগরীর পাশ দিয়ে বয়ে গেছে কীর্তনখোলা নদী। নদীতে জোয়ারের পানি বাড়লে বিভিন্ন খাল হয়ে নগরীতে প্রবেশ করত। আবার ভাটির সময় পানি নেমে যেত। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হতো না। একইভাবে ভারী এবং অতিভারী বৃষ্টি হলেও ড্রেন-খাল হয়ে পানি নেমে যেত কীর্তনখোলায়। উচ্চ জোয়ার কিংবা ভারী বৃষ্টিতেও তেমন জলাবদ্ধতায় পড়তে হয়নি নগরবাসীকে। আশির দশকের এই চিত্র পাল্টে গেছে। বর্তমানে নগরের প্রবাহমান…