রাতের আঁধারে নয়, এখন সিলেটে টিলা কাটা চলে দিনদুপুরে। কেউ টিলা কেটে বিক্রি করছেন মাটি, আবার কেউ মাটির বিনিময়ে দিচ্ছেন টিলা কাটার অনুমতি। পরিবেশ অধিদফতর ও পুলিশের অভিযান হলে টিলা কাটার দায়ে আটক হন শ্রমিক। ধরাছোঁয়ার বাইরে থেকে যান টিলার মালিক ও মাটি কাটার দায়িত্বে থাকা ঠিকাদার। আর কোনো কোনো স্থানে টিলার মালিককে জরিমানা করা হলেও তাতে দমে থাকেন না তারা। জরিমানার টাকা দিয়ে…