খুলনা সিটি করপোরেশনে তৃতীয় মেয়াদে মেয়র হিসেবে তালুকদার আবদুল খালেক কাল (বুধবার) দায়িত্বভার গ্রহণ করছেন। বেলা ১১টায় খুলনা নগর ভবনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া নগর ভবনে তাকে বরণের অপেক্ষায় প্রস্তুত কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, সর্বশেষ চলতি বছরের ১২ জুন সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন তালুকদার খালেক। এর আগে ২০১৮ সালের ২০ মে সিটি নির্বাচনে তিনি দ্বিতীয় দফায় মেয়র হন। তিনি ২০০১-২০০৬ এবং ২০১৪-২০১৮ পর্যন্ত বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য ছিলেন। এর মধ্যে ১৯৯৬ সালে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে খুলনা নগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা তালুকদার খালেক ১৯৭৭ সালে মাত্র ২১ বছর বয়সে খুলনা পৌরসভার মহসিনাবাদ ইউনিয়নের কমিশনার হন। ২০০৮ সালের সিটি নির্বাচনে তিনি প্রথমবারের মতো মেয়র পদে জয়লাভ করেছিলেন। গত ১২ জুন নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের আবদুল আউয়াল পান ৬০ হাজার ৬৪ ভোট। দায়িত্ব গ্রহণের পর বিগত দিনে নগরীর উন্নয়নে নেওয়া অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছেন তালুকদার আবদুল খালেক।