বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামালের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামালের পিতার ইন্তেকাল

দৈনিক খবরের কাগজের সম্পাদক ও প্রখ্যাত সাহিত্যিক মোস্তফা কামালের বাবা মোহাম্মদ হোসেন হাওলাদার (৯৪) আর নেই। গতকাল সকাল ৯টায় রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী সুফিয়া বেগম, ছেলে ইউসুফ আলী, মোস্তফা কামাল, একমাত্র মেয়ে ফারহানা হোসেনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামে নিজ বাড়িতে তাঁর লাশ দাফন করার কথা রয়েছে। শিক্ষক মোহাম্মদ হোসেন হাওলাদার ১৯৩০ সালে আন্ধারমানিক গ্রামে জন্মগ্রহণ করেন। অবসর জীবনে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন।

 

 

 

সর্বশেষ খবর