সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বিএসইসির চেয়ারম্যান পুনঃনিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত

নিজস্ব প্রতিবেদক

বিএসইসির চেয়ারম্যান পুনঃনিয়োগ পেলেন শিবলী রুবাইয়াত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আরও চার বছরের জন্য পুনঃনিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিএসইসির আইন ১৯৯৩ এর ৫(৬) ধারা অনুযায়ী আগামী ১৭ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি শেয়ারবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য পুনঃনিয়োগ দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ১৭ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ দেওয়া হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। ২০২০ সালের ১৪ মে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। এরপর ওই বছরেই শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।২০২০ সালের ১৭ মে তিনি বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

সর্বশেষ খবর