বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

ঐতিহ্য হারাচ্ছে কাঠের খেলনা

নীলফামারী প্রতিনিধি

ঐতিহ্য হারাচ্ছে কাঠের খেলনা

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কাঠের তৈরি খেলনা। এতে যেমন ঐতিহ্য হারাচ্ছে এ শিল্প তেমনি খেলনা বানানো থেকে অন্য পেশায় যাচ্ছেন কারিগররা। বিক্রি আর চাহিদা কম থাকায় কোনোমতে পেট চলে এ কারিগরদের। যে কোনো  মেলা, পয়লা বৈশাখ বা পূজা-ঈদে কিছুটা চাহিদা বাড়ে এসব কাঠের খেলনার। এ ছাড়া প্লাস্টিকের তৈরি খেলনার ভিড়ে যেন পূর্ণতা পায় না কোনো দোকানে। এসব কাঠের খেলনা তৈরি হয় সৈয়দপুরের বাঙালিপুরে দু-একটি কারখানায়। সরেজমিন জানা যায়, এক সময় সৈয়দপুরের অর্ধশতাধিক মানুষ জীবিকা নির্বাহ করতেন এ পেশায়। ট্রাক, বাঁশের বাঁশি, কেরকেরি গাড়ি, ঢোল, গাড়িসহ নানা খেলনা তৈরি হতো এখানে। পয়লা বৈশাখ বা পূজা-পার্বণে চাহিদা বাড়ত কাঠের খেলনার। গ্রামবাংলার খেলাধুলার একটি ঐতিহ্য ছিল এসব কাঠের খেলনা।

খেলনা তৈরির কারিগর সেলিম উদ্দিন জানান, আমার বাপ-দাদাও এ পেশায় জড়িত ছিলেন। ঐতিহ্যকে ধরে রাখতে এ  পেশায় কাজ করছি। ঈদ-পূজা ছাড়া এসব খেলনা বিক্রি হয় না। এখন প্লাস্টিকের কারণে খেলনার চাহিদা খুবই কম। খেলনা তৈরি করে কোনোমতে আমাদের সংসার চলে। আমাদের সরকারিভাবে সহায়তা করলে এ পেশা টিকে রাখতে পারব। কারিগর নাসিমা বেগম বলেন, আমার বিয়ে হয়েছে ২০ বছর আগে। তখন থেকে এসব কাজ করি। আমাদের এখানে আগে বিক্রি খুব ছিল। এখন তেমন বিক্রি হয় না, যা বিক্রি হয় তা দিয়ে কোনোমতে সংসার চলে। সৈয়দপুরের বিসিক শিল্পনগরী কর্মকর্তা সহকারী প্রকৌশলী মশিউর রহমান বলেন, এক সময়ের ঐতিহ্য এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে এ পেশাকে টিকিয়ে রাখতে মাত্র কয়েকটি কারখানা রয়েছে। আমাদের অফিস থেকে বিভিন্ন সময়ে তাদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর