বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

শাহ আমানতে বিপুল বিদেশি মুদ্রা জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাইগামী একটি ফ্লাইট থেকে মার্কিন ডলার ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। গতকাল এয়ারপোর্ট কাস্টমস ও এয়ারফ্রেইট অভিযান চালিয়ে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। বিমান বন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ঢাকা টু চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটের সিটের ওভারহেড বিনের ভিতরে পরিত্যক্ত একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি স্ক্যানিং করে তাতে ১ হাজার ৫৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা এবং ১০০ পিস ১০০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ১১ লাখ টাকা জব্দ করা হয়। সর্বমোট বাংলাদেশি টাকায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ডলার ও রিয়াল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর