বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ধান নিয়ে কৃষককে হয়রানি করলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান ও চালের গুণগত মানে কোনো আপস করা হবে না। একই সঙ্গে সরকারিভাবে ধান কেনা নিয়ে কৃষককে হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে বোরো সংগ্রহ অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সঠিক সময়ে বোরো সংগ্রহ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ধান-চাল সংগ্রহ কার্যক্রম ৩১ আগস্ট পর্যন্ত চললেও জুনের মধ্যে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর