বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

বিটিআরসিকে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে অনুরোধ জানাব : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, দেশের সব অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে বিটিআরসিকে অনুরোধ জানাব। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ফিরোজ আহমেদ স্বপন তাঁর প্রশ্নে বলেন, সাংবাদিকতার পাশাপাশি অপসাংবাদিকতায় দেশ ভরে গেছে। আমাদের অনলাইন পত্রিকার নিয়মকানুন কী আমরা জানি না। অনিবন্ধিত অনলাইন পত্রিকার জ্বালায় আমরা অস্থির। এটা নিয়ন্ত্রণের কোনো পক্ষেপ আছে কি না? উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়গুলো নিয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর