শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে  যোগ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ সকাল ৯টায় কমনয়েলথ স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের সভায় অংশগ্রহণ করবেন তিনি। এই প্রতিনিধি দলে স্বাস্থ্যসচিব মো. জাহাঙ্গীর আলমসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি প্রথমবারের মতো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণ করছি। এখানে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অসংক্রামক রোগ, মাতৃমৃত্যু প্রতিরোধ বিষয়ে কথা বলব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর