বেপরোয়া গতির যানবাহনে বাড়ছে প্রাণহানি। দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত এক মাসে সড়কে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন ৩০ জন। সংশ্লিষ্টরা বলছেন, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, প্রশাসনের নজরদারির অভাবে ঘটছে সড়ক দুর্ঘটনা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সব সময়…