কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উ™ভূত পরিস্থিতিতে ১ আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তীত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তিতে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ আগস্ট থেকে সব শিক্ষাবোর্ডের পরীক্ষা যথারীতি চলবে।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।