রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তারা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াতে ইসলামীর কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান এবং জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ আবদুর রশিদ। এ সময় তাদের কাছ থেকে ১১টি ককটেলসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি।
গতকাল বিকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সাতমসজিদ রোড সংলগ্ন ৫/এ অবসর ভবনের একটি অফিসে অভিযান চালানো হয়। সিটিটিসির ডিসি মিশুক চাকমা বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে অবসর ভবনে বসে নানা অপকর্ম পরিচালনা করেছে। এখানে অভিযান চালিয়ে তাদের অনেক ডকুমেন্ট পাওয়া গেছে। ডোনার ও সদস্য তালিকার তথ্যও পাওয়া গেছে। বাসাটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে।