দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল মাইজদীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী দলীয় নেতা-কর্মীদের দলীয় ভেদাভেদ ভুলে দেশ রক্ষার স্বার্থে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যের ডাক দিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার ডাকে প্রয়োজনে আবারও নতুন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের।
বক্তব্য রাখেন- জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট, জজকোর্টের পিপি গুলজার আহম্মেদ জুয়েল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি ইব্রাহিম, ধানসিড়ি ইউপি চেয়ারম্যান কামাল খান, অ্যাডভোকেট আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।