অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম (তাজ) এমপি বলেছেন, আগামী দিনে সব চাকরির পরীক্ষায় যোগ্য এবং মেধাবীরাই নির্বাচিত হবেন। আপনারা আপনাদের ছেলেমেয়েদের পড়াশোনায় অধিক মনোনিবেশ করার জন্য উৎসাহিত করুন। মেধা যার চাকরি তার এ স্লোগান হবে আজ থেকে পরবর্তী প্রজন্মের। গতকাল বাঞ্ছারামপুর উপজেলা হযরত শাহেন শাহ রাহায়েত আলী (রহ.)-এর ৭৯তম ওরসের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সবাইর আত্মার মাগফিরাত, কোটা আন্দোলনে নিহত এবং দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করেন তিনি। ক্যাপ্টেন তাজ বলেন, কোমলমতি ছাত্রছাত্রী তোমরা যারা সন্ত্রাসী কায়দায় আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ পরিচালনা করেছ তাদের ফাঁদে পা দিওনা। পাকিস্তানি কায়দায় গান পাউডার ব্যবহার করে স্থাপনা পোড়ানো হয়েছে। সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের আজ হোক কাল হোক শাস্তি ভোগ করতেই হবে। অচেনা মুখোশধারী হামলাকারীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে। জনগণের ঘামের টাকায় নির্মিত সেতুভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, বিটিভি ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করার পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম শহিদুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাসুদ প্রমুখ।