কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর ঘটনা ও মামলায় গণগ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন কয়েকজন আইনজীবী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী তোবারক হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বক্তব্য রাখেন। এ সময় আইনজীবীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনায় গুলি চালিয়ে ফৌজদারি অপরাধ করা হয়েছে। এর বিচার হওয়া উচিত।
লিখিত বক্তব্যে বলা হয়, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্যাতন, গুলি করার পাশাপাশি গণগ্রেপ্তারও করা হয়েছে। এসব ঘটনার কারণ উদ্?ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচারের আবশ্যকতা রয়েছে। এরই অংশ হিসেবে দেশের শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে বাংলাদেশের কয়েকজন প্রতিথযশা ব্যক্তির সমন্বয়ে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে।