বগুড়ার পেশাজীবী সাংবাদিকদের সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সমাবেশ করা হয়। সংগঠনের সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাব ও অবিভক্ত বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ে কোনো আপস করবে না। তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে কয়েকজন সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।