নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গতকাল অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ফলে স্বাভাবিক হয়ে আসছে মানুষের জীবন। এরই ধারাবাহিকতায় আজ থেকে সেনাবাহিনীর নিরাপত্তায় খুলে দেওয়া হচ্ছে রাজধানীর পান্থপথে অবস্থিত জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও বিনোদনপ্রিয় মানুষদের অন্যতম পছন্দের জায়গা টগি ফান ওয়ার্ল্ড।
বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে সহায়তা করছে সেনাবাহিনী। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা বলয়ের আওতায় থাকবে বসুন্ধরা সিটি এবং টগি ফান ওয়ার্ল্ড। এ ছাড়া বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা তো থাকবেই। আজ শুক্রবার থেকেই নিয়মিত সময়ে অর্থাৎ সকাল ১০টা থেকে খোলা থাকবে জনপ্রিয় এই শপিংমল ও টগি ফান ওয়ার্ল্ড।