বাংলাদেশে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ঐতিহাসিক ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা করেছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন ‘মুজিবনগরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ মেমোরিয়াল কমপ্লেক্সে ভারতবিরোধী শক্তির হাতে ধ্বংস হওয়া ভাস্কর্য ও স্থাপত্যের ছবি দেখে দুঃখ হয়। মুসলিম নাগরিকরা সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র, মন্দির এবং হিন্দুদের বাড়িতে একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে।’ তিনি আন্দোলনকারীদের কার্যকলাপের সমালোচনা করে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তাঁর সরকারকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
থারুর লেখেন ‘আন্দোলনকারীদের কয়েকজনের এজেন্ডা খুব স্পষ্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, সব ধর্মের, সব বাংলাদেশির স্বার্থেই দেশে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য মুহাম্মদ ইউনূস এবং তাঁর অন্তর্বর্তী সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই অস্থির সময়ে ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এ ধরনের নৈরাজ্যকর আচরণকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না।’