ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুরের পরে বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল কাল থেকে চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এর জন্য আরও সময়ের প্রয়োজন। এ জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা এখনো শেষ হয়নি। গতকাল রাতে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১১ আগস্ট জানানো হয়েছিল যে, ১৭ আগস্ট শনিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলে যাত্রী নিয়ে চলাচল শুরু করতে আরও কিছুটা সময়ে চেয়েছে ডিটিএমসিএল। একই সঙ্গে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু করতে আরও সময়ের প্রয়োজন। আন্দোলনের সময় এই দুটি স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুনরায় চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি ১৪টি স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে পারবেন বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।