বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) রেজিস্ট্রার ও ট্রেজারারের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। গতকাল শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় খুকৃবির প্রশাসনিক কার্যালয় ঘেরাও করেন। এ সময় দলীয়করণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে কর্মকর্তাদের অব্যাহতি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট নিরসনসহ ১৭ দফা দাবিতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে দাবি পূরণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।